Wednesday, November 14, 2012

খুব সহজে জেনে নিন আপনার মোবাইল নাম্বার

আজ আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাব অনেকে হয়ত এটা জানে তবে যারা জানে না তাদের জন্য আমি আজ এটা Share করছি আমার সবাই মোবাইল USE করি এবং অনেকের ১ টার বেশিও সিম থাকে আবার অনেকের অনেক গুলা সিম ও থাকে যাদের অনেক সিম থাকে তারা সব সময় সিমের নাম্বার মনে রাখা সম্ভব হয় না
তখন নাম্বার না জানার করনে পরে ঐ সিম টি USE করাও যায় না করন আপনি যদি নাম্বার না জানেন তবে কিভাবে টাকা RECHARGE করবেন তাই আমি আপনাদের এমন একটা TIPS দেখাব যা দিয়ে আপনি আপনার সব SIM নাম্বার বের করতে পারবেন আপনি যে সিমের নাম্বার বের করবেন তার  জন্য যে  code নাম্বার টি দরকার হবে তা নিচে থেকে দেখে নিন এবং তা লিখে CALL বাটন এ ক্লিক করুন এবং দেখুন আপনার সিম নাম্বার বের হয়ে গেছে

রবি নাম্বার জানতে  হলে  →→Robi–>    *140*2*4#
জিপি নাম্বার জানতে হলে →→GP prepaid→>    *2*566#  অথবা  *2#
                                                 GP  psotpaid→>    *111*8*3*#

বাংলালিঙ্ক নাম্বার জানতে হলে →→ Banglalink Prepaid→>  *666*8*2#/*666#.
                                                        Banglalink Postpaid→>  *511#

Airtle নাম্বার জানতে হলে →→→   *121*6*3#

পোস্টটি লিখেছেন →→রাজীব সাহা 

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com