Monday, December 17, 2012

যে কোন Website Block বা বন্ধ করে রাখুন ।

কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন? আমিও ভালই আছি আজ আপনাদেরকে শিখাব, কি করে যে কোন ওয়েবসাইট কম্পিউটারে  ব্লক করে রাখা যায় আমাদের  কম্পিউটার দিয়ে  বাসার ছোট ভাই বোনেরা  ইন্টারনেট ব্যবহার করে  থাকে তাই আমরা চাই না  তারা যেন ফেসবুকের প্রতি বা অন্য  অশ্লীল কোন সাইটের প্রতি আসক্ত হয়ে না পড়ে তাই আমরা চাইলে কিছু নির্দিষ্ট সাইট আমাদের কম্পিউটার থেকে বন্ধ করে রাখতে পারি
আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই নাচলেন শুরু করি
  • প্রথমে My Computer প্রবেশ করুন
  • C:\WINDOWS\system32\drivers\etc এই ফোল্ডারে যান
  • Hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেন করুন
  • এখন লক্ষ করুন ফাইলটির শেষের দিকে 127.0.0.1 localhost একটি লাইন আছে  লাইনটার নিচে 127.0.0.1 http://www.facebook.com এই ভাবে লিখে যোগ করে দিন
  • আপনার ইচ্ছামত যে কোন ওয়েবসাইটের ঠিকানার আগে এই 127.0.0.1 লেখাটি দিয়ে একটা স্পেস যোগ করে সাইটের নাম দিয়ে ফাইলটি সেভ করে বন্ধ করে দিনকাজ শেষ
  • যদি Unblock বা পূণরায় সাইটটি খুলতে চান তাহলে আগের  জায়গায় গিয়ে  Hosts  ফাইলটি ওপেন করে ব্লককৃত ওয়েবসাইটটির নাম ডিলেট করে দিয়ে ফাইলটি সেফ করে দিন

বিঃদ্রঃ প্রতিবার কোন ওয়েব সাইট Block কিংবা Unblock করার সময় আপনার ব্রাউজার এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন তা না হলে দেখা যাবে ব্লক করার পরও সাইটটি খুলে যাচ্ছে কিংবা আনব্লক করার পরও সাইটটি ব্লক হয়ে আছে তাই ব্রাউজার এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে কাজটি করুন।

পোষ্ট :  রাজীব সাহা 



 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com