এবার এন্টিভাইরাস ছাড়াই কম্পিউটারকে আজীবন সুরক্ষিত রাখবে Mce Pc Security
বর্তমানবাজারে বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার রয়েছে যা শুধু কম্পিউটারেরভাইরাসকে প্রতিরোধ করে। কিন্তু জিটি গ্রুপ বাজারে নিয়ে এসেছে নতুন এক পিসিসিকউরিটি সফটওয়্যার। যার নাম Mce Pc Security। এটি শুধু ভাইরাসই প্রতিরোধই করে না কম্পিউটারকে রাখে আজীবন
সুরক্ষিত।
এসফটওয়্যার ব্যবহারের সুবিধা হল এটি কম্পিউটারের অপারেটিং
সিস্টেম/window পরতে দেয় না, ভাইরাস আক্রান্ত করতে দেয় না,মূল্যবান হার্ডডিস্ক নষ্টকরতে দেয় না। সবচেয়ে মজার ব্যাপার হল Mce Pc Security সফটওয়্যার কখনইঅনলাইন থেকে আপডেট করতে হয় না এবং এর মেয়াড আজীবন। তাই যে কেউ খুব সহজে এসফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন। অনলাইন এ http://dl.dropbox.com/u/44789467/ptgnew/Setup.exe
লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।