Thursday, July 19, 2012

ভাইরাস আক্রান্ত ফোল্ডার অপশন ফিরিয়ে আনুন !!


ফোল্ডার অপশনে ভাইরাস আক্রান্ত হওয়া একটি কমন সমস্যাহাইড ফাইলগুলো অনেক সময় ভাইরাসের কারনে শো করা যায় নাআবার সময় ফাইল হাইড করলেও শো হয়ে থাকে  ফোল্ডার অপশনে সমস্যা হলে এরকম সমস্যায় পড়তে হয় আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন বা পড়ার আশংকা করেন তাহলে এই ঠিকানা থেকে মাত্র ৭৭৫ বাইটের FOLDER OPTION ENABLE নামের ছোট্ট ফাইলটি নামিয়ে নিন ফাইলটি দুই ক্লীক দিয়ে চালু করুন যেকোন একটি কি চাপুন
এবং পিসি রিস্র্স্টাট দিনএখন দেখুন ফোল্ডার অপশনে আর কোন সমস্যা নেই

পোষ্ট :  সুব্রত দত্ত শুভ, নেত্রকোনা ।

 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com