Sunday, January 13, 2013

ভিস্তা থেকে উইন্ডোজ সেভেনে আপগ্রেড করতে কোন পদ্ধতিটি ভালো

উইন্ডোজ ভিসতাকে উইন্ডোজ সেভেনে আপগ্রেড করার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করা যায়- আপগ্রেড ইন্সটল করতে পারেন, কিংবা কাস্টম সেটআপ করতে পারেনকোনটি আপনার পছন্দ? কোন অপশন সুবিধাজনক ?
আপগ্রেড ইন্সটল করাটা বেশ সহজ সরল পথকিন্তু এটা খুব স্মার্ট পদ্ধতি নয়আপগ্রেড করলে আপনার পিসিতে সব সেটিংস এবং প্রোগ্রাম
অপরিবর্তিত থাকবেসিস্টেম অনুযায়ী শুধু শুধুমাত্র ইন্সটল রান করলেই আপনার কাজ শেষকিন্তু বাস্তবতা এতোটা সহজ নয়এভাবে
আপগ্রেড করলে যা হবে তা হল, আপনার ইচ্ছে মত সব কিছু করতে ব্যর্থ হবেন আপনিঅনেক সময় বিভিন্ন প্রোগ্রাম কাজ করতে সমস্যা করবেআপনি হয়ত প্রথমে সমস্যা কেন হচ্ছে তা বুঝতেই পারবেন নাএভাবে নষ্ট হবে আপনার সময়

ফলে আপনার জন্য দ্বিতীয় অপশনটি ভালো হবে, সেটা হল কাস্টম ইন্সটলকরে নেয়াএকটু বেশী সময় লাগবে; কিন্তু এটাই ভিসতা থেকে সেভেনে আপগ্রেড করার ভালো পদ্ধতিতবে এক্ষেত্রে লাইসেন্স নাম্বার লাগবেআর যেহেতু আগের সব প্রোগ্রাম এবং সেটিংস আর থাকবে না, তাই প্রোগ্রাম ব্যাকআপ নিয়ে নিনতারপর ডিভিডি থেকে বুট করে ইন্সটল করুনযখন ইন্সটল করা শেষ হবে তখন আপনি সম্পূর্ণ নতুন একটি ডেস্কটপ পাবেনএবার নিজের মত অন্যন্য প্রোগ্রাম ইন্সটল করে নিতে পারবেনএবং আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না, যা আপগ্রেড করলে হয়ে থাকেআপনার পূর্বের ইন্সটল করা ভিসতার সব তথ্য পাবেন C:\Windows.old folder -

পোষ্ট : নেত্রকোণার আলো ডট কম।

 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com