Sunday, January 13, 2013

আপনার ছেলে মেয়ে অন লাইন কম্পিটারে কতটুকু সুরক্ষিত !

লেখাপড়ার পাশপাশি মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক বাবা-মা সব বয়সের সন্তানকে কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারন্যাট ব্যবহার ইত্যাদি সর্বপরি ঘরে অবসর সময়ে লেখাপড়া, গেম খেলা, ওয়েব ব্রাউজিং সব চলছে  কম্পিউটার দিয়ে। তাতে বাবা-মা সন্তানকে কতটুকু নিরাপদ রেখেছেন? এর ভাল দিক যেমন তেমনি খারাপ দিক ও রয়েছে, বাবা-মা এর প্রয়োজন সুস্থ্য ওয়েব ব্রাউজিং এর নিরাপদ প্রতিরোধের জন্য www1.k9webprotection.com হতে k9 ওয়েব প্রটেকশন ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন।
রেজিস্ট্রেশনে USER NAME এবং  PASSWOARD সেট করুন। আপনার একটি EMAIL ID থাকতে হবে। রেজিস্ট্রেশন এর পর আপনার EMAIL ID তে একটি একটিভেশন নাম্বার বা কোর্ড আসবে যা k9 ওয়েব প্রটেকশন ইনস্টল করতে একটিভেশনে প্রয়োজন হবে।
একটিভেট হওয়ার পর পুনরায় একই USER NAME এবং  PASSWOARD সেট করুন। এখন আপনি আপনার ছেলে মেয়ে কে নিশ্চিন্তে অনলাইনে কম্পিউটার ব্যবহার করতে দিন কারণ ওয়েব ব্রাউজিং এর জন্য অপ্রাপ্তবয়স্কদের সাইটগুলোতে ব্রাউজ করতে পারবে না। অবশ্যই আপনার PASSWOARD ব্যবহার করতে হবে। তাছাড়া ওয়েব ব্রাউজিং এ বিভিন্ন ধরনের ভাইরাস হতেও মুক্তি পাওয়া যাবে।

 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com