Tuesday, July 31, 2012

এলার্ট-পে একাউন্ট কিভাবে তৈরী করবেন ?


ইন্টারনেটে যেভাবেই আয় করুন না কেন টাকা পাওয়ার জন্য কোন একটি পদ্ধতি ব্যবহার করতে হবেএধরনের একটি জনপ্রিয় পদ্ধটি এলার্ট-পেঅধিকাংশ পিটিসি সাইট শুধুমাত্র পেপল এবং এলার্ট পে এর মাধ্যমে টাকা দেয়আপনার যদি পেপল ব্যবহারের সুযোগ না থাকে তাহলে এলার্ট-পে একমাত্র ব্যবস্থা হয়ে দাড়ায়অনেকেই ঠিক কিভাবে এলার্ট-পে এর সদস্য হতে সমস্যায় পড়েনএখানে এলার্ট পে এর সদস্য হওয়ার পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করা হচ্ছে

undefined

.          তাদের সাইটে গিয়ে বাটনে Sign-Up ক্লিক করুন
.          দেশের নামের তালিকা থেকে দেশের নাম সিলেক্ট করুন
.          এলাট-পে তে ৩ ধরনের একাউন্ট ব্যবহার করা যায়পারসোনাল ষ্টার্টার একাউন্টে কোন খরচ নেই কিন্তু সীমাবদ্ধতা হচ্ছে বেশি টাকা লেনদেন করা যায় নাপারসোনাল প্রো এর খরচ কম (সদস্য হওয়ার খরচ নেই, টাকা লেনদেনের জন্য কিছু ফি দিতে হয়) আর বিজনেস একাউন্টে খরচ বেশিসাধারনভাবে পারসোনাল প্রো একাউন্ট বেশি গ্রহনযোগ্যপছন্দসই একাউন্টের জন্য Create Account বাটনে ক্লিক করুন
.          পরবর্তী স্ক্রিনে আপনার যোগাযোগের তথ্য দিতে হবেএখানে নাম (First Name, Last Name, দুটি অংশে), ফোন নাম্বার, ঠিকানা (দুই বা এক লাইনে), শহরের নাম, দেশের নাম (আগে দেয়া হয়েছে), রিজিয়ন (মুলত শহরের নাম) এবং পোষ্টাল কোড এই তথ্যগুলি ঠিকভাবে টাইপ করে দিনএরপর নেক্সট বাটনে ক্লিক করুন
.          পরবর্তী স্ক্রিনে আপনার ইমেইল এড্রেস দিন
.          পাশওয়ার্ড অংশে এলার্ট-পেতে যে পাশওয়ার্ড ব্যবহার করতে চান সেটি টাইপ করুন এবং দ্বিতীয়বার টাইপ করে নিশ্চিত হোন সেখানে ভুল করেননিপাশওয়ার্ডটি নিরাপদ যায়গায় লিখে রাখুন
.          পাশওয়ার্ড ভুলে গেলে নিরাপত্তামুলক প্রশ্ন থেকে সেটা বের করার ব্যবস্থা করা যায় এজন্য দুটি প্রশ্ন বাছাই করুন এবং তার উত্তর টাইপ করে দিনকোন শহরে জন্ম, প্রিয় শহর কোনটি এধরনের দুটি নাম ব্যবহার করতে পারেন
.          সবশেষে স্ক্রিনে দেখা অক্ষরদুটি ঠিকভাবে টাইপ করুন নির্দিষ্ট যায়গায়এটা করা হয় যেন কেউ সফটঅয়্যার ব্যবহারে করে একাউন্ট তৈরী না করে
.          রেজিষ্টার বাটনে ক্লিক করুনপরবর্তী স্ক্রিনে আপনাকে জানানো হবে আপনার কাছে ইমেইল পাঠানো হয়েছে
.          ইমেইল ওপেন করুন এবং পাঠানো মেইলটি ওপেন করুনসেখানে তাদের দেয়া লিংক পাবেন আপনার ইমেইল এড্রেস ঠিক আছে যাচাই করার জন্য এটা করা হয়ক্লিক করুনতাদের সাইট ওপেন হলে সেখানে আপনার পাশওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন
.          এলার্ট পে-তে লেনদেনের সময় একটি কোড (পিন) ব্যবহার করতে হয়প্রথমবার ঢোকার পর আপনাকে পিনটি টাইপ করে দিতে হবে এবং দ্বিতীয়বার টাইপ করে ভেরিফাই করতে হবে এটিও এক ধরনের পাশওয়ার্ড, ৪ থেকে ৮টি অক্ষর বিশিষ্ট সংখ্যা হতে হবেএকেও পাশওয়ার্ডের মত সংরক্ষন করুন
.          সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একাউন্ট তৈরী এবং একটিভেশনের কাজ শেষ হবেআপনার একাউন্টের তথ্য দেখতে পাবেন

এলার্ট-পে ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য তথ্য রয়েছে তাদের সাইটেএছাড়া প্রাথমিক কাজগুলি করার জন্য ইউটিউব ভিডিও রয়েছেতাদের মুল পেজে ভিডিওগুলির লিংক পাবেন

https://www.alertpay.com/

 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com