জাকিরুল হক তালুকদার, ষ্টাফ রিপোর্টার (ঢাকা):
বাংলাদেশে যাত্রা শুরুর প্রথম ধাপ সম্পন্ন
করেছে গুগল। গ্রামীণ ফোনরে প্রধান যোগাযোগ র্কমর্কতা কাজী মনিরুল কবরিকে
কান্ট্রি কনসালটন্টে নিয়োগগ দেয়ারর মধ্য দিয়ে গুগলের এ যাত্রা শুরু হল। কাজী মনিরুল কবির সোমবার আনুষ্ঠানকিভাবে গুগলের নতুন এ পদে যোগ দনে। কাজী মনিরুল কবির এর আগে গ্রামীণ ফোন, বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো,
বাংলালিংক ও রহিম আফরোজসহ বিভিন্ন কোম্পানিতে গুরুত্বর্পূণ পদে দ্বায়িত্ব পালন
করেন।
বিশ্বরে ৪৯টি দেশে নিজেস্ব সেবা ও পণ্য বিক্রি করা গুগল এখনই বাংলাদেশে পুরোদমে
কাজ শুরু করছে না। আপাতত তারা বাংলাদশেরে বাজার সম্পর্কে একটা ধারনা পেতে চায়। তাদের সে ধারনা পজেটিভ হলে তারা পুরোদমে কাজ শুরু করবে।
গুগল তাদরে র্কপোরেট পণ্য বিক্রির ক্ষেত্রে অনকেটাই ই-কর্মাস নির্ভর। ইউটিউব ও জিমেইলরে মতো সেবা বিনা মুল্যে দেয়ার পাশাপাশি বভিন্নি প্রতিষ্ঠানের জন্য
র্সাচ টেকনোলজি ও র্কপোরেট সল্যুশনস বিক্রির মাধ্যমে আয় করে থাকে গুগল। প্রযুক্তি খ্যাত বিশ্লেষকদের মতে, গুগল এ দেশে যাত্রা শুরু করায় দেশের মোবাইল ও
ইন্টারনটে অ্যাপসরে বাজারও চাঙ্গা হয়ে উঠব।