Monday, January 14, 2013

এসে গেল হ্যারি পটারের গেম

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের লেখা হ্যারি পটার উপন্যাস সিরিজের সপ্তম ও সর্বশেষ বইবইটি ২০০৭ সালের ২১ জুলাই প্রকাশিত হয়পূর্ববর্তী খণ্ড হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স-এর কাহিনির ধারাবাহিকতায় এ বইটির প্রেক্ষাপট তৈরি হয়েছে বইয়ের মাধ্যমে হ্যারি পটার সিরিজের সমাপ্তি ঘটেআর এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস
গেমসটি
এখানে ডাম্বলডোরের মৃত্যুর পর লর্ড ভল্ডেমর্ট ক্ষমতা দখলের সব আয়োজন সম্পন্ন করেন এবং জাদু মন্ত্রণালয় দখল করেনহ্যারি, রন ও হারমায়োনি ভল্ডেমর্টের অবশিষ্ট তিনটি হরক্রাক্স খুঁজে বের করে ধ্বংস কারার জন্য হগওয়ার্টস স্কুলে ফিরে না আসার সিদ্ধান্ত নেয়তাদের কাছে হরক্রাক্স-বিষয়ক তেমন কোনো তথ্য না থাকলেও তারা ধারণা করে, বাকি তিনটি হরক্রাক্স হচ্ছে হগওয়র্টসের দুই প্রতিষ্ঠাতা হেলগা হাফলপাফ ও রোয়েনা র‌্যাভেনক্লর দুটি বস্তু এবং ভল্ডেমর্টের সাপ নাগিনীহাফলপাফ ও র‌্যাভেনক্লর বস্তু দুটির অবস্থান অজানা এবং সাপটি ভোল্ডেমর্ট তাঁর কাছে সুরক্ষিত করে রেখেছেনহরক্রাক্স খোঁজা শুরু করার পর তারা ধীরে ধীরে ডাম্বলডোরের অতীত ইতিহাস ও স্নেইপের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেগেমে খুঁজে বের করতে হবে ভল্ডেমর্টের সাতটি হরক্রাক্সহরক্রাক্স ধ্বংস করতে পারলেই হারানো যাবে ভল্ডেমর্ট, ডেথ ইটার ও স্ন্যাচারদেরএবারের গেমে আরও কিছু নতুন স্ত্রেল বা জাদুমন্ত্র যোগ করা হয়েছেগেমের বেশির ভাগেই রয়েছে যুদ্ধপুরো গেমসের কাহিনিটা এ রকম কিন্তু খেলতে খেলতে রয়েছে হাজারো চমকগা শিরশির করা অনুভূতিএসব গেমসের মূল উপাদান হচ্ছে মিউজিকতাতে ডেভেলপাররা বেশ ভালো মুনশিয়ানার পরিচয় দিয়েছেন

যা প্রয়োজন
l অপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি   ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকসlপ্রসেসর: ২.৪ গিগাহার্টজের পেন্টিয়াম ৪   ভিডিও মেমোরি: ২৫৬ মেগাবাইট ভিডিওl র‌্যাম: ১ গিগাবাইট l এক্সিলারেটর  র‌্যাম  হার্ডডিস্ক: ৫ গিগাবাইটl

 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com